বুধবার ● ৩১ মে ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
নড়াইলে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৩১ মে) দুপুরে শহরের মহিষখোলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রিজভী জর্জ।
জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি জসিম হোসেন জোসেফ, যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, লিটন শেখ, মইনুল ইসলাম রিদয়, অন্তর সরদার, সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশেদ শাথীল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু, যুগ্মআহবায়ক লিয়ন সিকদার, পৌর ছাত্রদলের আহবায়ক তানভীর সিদ্দিকী আশিক, সদস্য সচিব জয়নুল আবেদীন, সদর থানা শাখার যুগ্মআহবায়ক নাসিম রেজা, লিটন, জেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মারুফ গাজী, মেহেদী হাসান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টনসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।