শনিবার ● ১৯ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত
কেশবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত
এম, আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ধারাবাহিক সহায়তা প্রদানের অংশ হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব ঢেউটিন ও নগদ টাকা প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত বায়শা দাখিল মাদ্রসা সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নিজ হাতে বিতরণ করেন ৯০ যশোর - ৬ কেশবপুর আসন এর মাননীয় সংসদ সদস্য শাহিন চাকলাদার। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম মোড়ল। উক্ত অনুষ্ঠানে ৭নং পাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর হাবিব ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং সুধীবৃন্দসহ এসময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।