রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনি প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কপিলমুনি প্রেসক্লাবে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানীর স্বীকার কপিলমুনি বাজারের বরফ মিল ব্যবসায়ী বিধান বিশ্বাস কপিলমুনি প্রেসক্লাবে সাংবাদ সন্মেলন করেছেন। রবিবার কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে বিধান বিশ্বাস তার লিখিত বক্তব্যে বলেন, আমি কপিলমুনি বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী। বাজারের উত্তর প্রান্তে আমার একটি বরফমিল প্রতিষ্ঠানসহ ব্যবসা রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন রানীকুঠিরের পার্শ্বে আমার একখণ্ড নিজস্ব জমিসহ সেখানে আমার লাগানো বিভিন্ন ফলজ বৃক্ষ রয়েছে। এরই পার্শ্বে কপিলমুনি বাজারের নির্মাণ বিপনীর মালিক বিপ্লব সাধুর সাধুস্টীল কর্পোরেশনের ভবনের কাজ চলমান রয়েছে। এমতাবস্থায় বিগত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার আমার নিজ জমির সীমানায় লাগানো ৩টি আমগাছ আমাকে না জানিয়ে সে কেটে ফেলে। বিষয়টি মোটেও সমুচিন হয়নি বলে আমি মনে করি। জোর পূর্বক প্রভাবকাটিয়ে তার এমন কর্মকান্ড আমাকে ভাবিয়ে তুলেছে। তার এমন বেআইনি কর্মকান্ড সামাল দিতে উল্টো আমাকে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই শাহাজুল ইসলামকে দিয়ে হয়রানী করছে। এমন পরিস্থিতিতে আমিসহ আমার পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। পরিশেষে আমি বিপ্লব সাধুর অপকৌশল ও পুলিশ কর্মকর্তা শাহাজুলের এহেন কর্মকাণ্ডের হাত থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে নির্মাণ বিপণীর কর্ণধার বিপ্লব সাধুরমোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। উক্ত অভিযোগের বিষয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশের এসআই শাহাজুল ইসলাম বলেন, ওসি স্যারের নিদের্শে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে উত্তেজিত না হওয়ার জন্য বলেছি। পাইকগাছা থানায় অথবা স্থানীয় ভাবে বসে বিষয়টি মিমাংশার পরামর্শ দিয়েছি। সৃষ্ট ঘটনার বিষয় নিয়ে ২০ হাজার টাকা চাওয়ার প্রশ্নই আসেনা। এটি তার মনগড়া উক্তি।