শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

SW News24
বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স
৩৮ বার পঠিত
বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করতে গতকাল বুধবার বিকালে সিভিল সার্জন মিলনায়তনে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।
সভায় সিভিল সার্জন ডা: মো: শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুর রহমান ,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা:সুরফি,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আম্বিয়া খাতুন ,মেডিকেল অফিসার এজাজ আহমেদ রসি প্রমুখ ।
সভায় জানানো হয়,আগামী ২৪ অক্টোবর সারাদেশে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে । এ বছর জেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৪৬ হাজার ২৬৪ জন কিশোরীকে ইএইচপিভি টিকা  দেয়া হবে । মোট ১ হাজার ৫৬টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এ টিকাদান কর্মসূচী । এ টিকাদান কর্মসূচীকে সফল করতে ২৮৭ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ৫৮৬ স্বেচ্ছাসেবক কাজ করবে ।
সভায় আরো জানানো হয় , ২৪ অক্টোবর থেকে পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২ সপ্তাহ ব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীদের এইচপিভি টিকা দেয়া হবে । এ জেলায় মোট ৪৬ হাজার কিশোরী হয়েছে । বিশ্বে জরায়ুমুখ ক্যান্সার বেড়ে যাওয়ায় বর্তমান সরকার এ ক্যান্সারের টিকা অতি দ্রুততার সাথে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের দিতে চাই । সভায় আরো জনানো হয়,বৈশ্বিক ভাবে সাদারণত নারীরা যেসকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার ৪র্থ সব্বোচ । বাংলাদেশি নারীদের ক্ষেত্রে এটি ২য় সর্ব্বোচ । ২০২০ সালের তথ্য-উপাত্তনুসারে প্রতি বছর বিশ্বে ৬ লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে ৩ লক্ষ মৃত্যুবরণ করেন । এর প্রায় ৯০ শতাংশ মৃত্যুই বাংলাধেশে ঘটে । তাই এ মৃত্যুর হার কমাতে সরকার বদ্ধ পরিকর ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)