মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
দাকোপ প্রতিনিধি
দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন, আলহাজ্ব মোল্ল্যা সাইফুল ইসলাম প্রমুখ। সভায় মৎষ্য চাষে বিশেষ অবদান রাখায় উপজেলার সফল মৎস্য চাষী পঞ্চানন মন্ডল, তাপস রায়, লিটন জোয়াদ্দার, মারুফ হোসেন, অহিদুল আলম, এফ এম আমানুল হককে ক্রেস্ট প্রদান করা হয়।