

রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » খুলনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২ ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী
খুলনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ২ ভাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী
এস ডব্লিউ নিউজ ॥
খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডের সদস্য পদে দুই ভাই প্রতিদ্বন্দ্বীতা করছেন। দুই ভাইয়ের মধ্যে শেখ কামরুল ইসলাম টিপু হাতি প্রতীক ও শেখ আনিছুর রহমান মুক্ত টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা দুইজন বৈমাত্রিক ভাই। ১১নং ওয়ার্ড পাইকগাছা পৌরসভা, গদাইপুর, রাড়–লী, হরিঢালী ও কপিলমুনি নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৬৫ জন। এই ওয়ার্ডে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপার প্রার্থী হলেন এসএম শামছুর রহমান তার প্রতীক তালা। ৩ প্রার্থীই আওয়ামীলীগ ঘরনার। শেখ কামরুল ইসলাম টিপু সাবেক কাউন্সিলর ও পৌরসভা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন এবং পাইকগাছা পৌর আ’লীগের আহবায়ক, শেখ আনিছুর রহমান মুক্ত সাবেক কাউন্সিলর ও খুলনা জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও এসএম শামছুর রহমান পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতি।