সোমবার ● ৩০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের গম, ভুট্টা, গ্রীষ্মকালীন তিল ও মুগ চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজিত
বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।বক্তব্য দেন চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ও আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার।এ সময়ে ২৫০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।