

শুক্রবার ● ২৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির তুয়ারডাঙ্গায় প্রধান শিক্ষক কালিকিংকরকে প্রকাশ্যে পিটিয়ে আহত
আশাশুনির তুয়ারডাঙ্গায় প্রধান শিক্ষক কালিকিংকরকে প্রকাশ্যে পিটিয়ে আহত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারের উপর প্রকাশ্যে দিবালোকে প্রধান শিক্ষক কালিকিংকর হালদারকে পিটিয়ে গুরুতর আহত করেছে তোহিদ নামের এক যুবক। এ ঘটনায় আক্রমনকারীকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ন্যাক্কারজনক ও জঘন্যতম এমন ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষ ও শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক সমালোচনা ও আক্রমনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী অব্যাহত রয়েছে।
হাসপাতালে ভর্তি আহত শিক্ষক ও থানায় লিখিত এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার খাজরা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মৃত. অখিল চন্দ্র হালদারের পুত্র তুয়ারডাঙ্গা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিকিংকর হালদার বৃহস্পতিবার সকালে ৫ম শ্রেণি পড়–য়া এক শিক্ষার্থীকে নিয়ে মোটর সাইকেল যোগে তুয়ারডাঙ্গা মৎস্যসেট বাজারে স্কুলে সরস্বতী পূজার সরঞ্জামন ক্রয় করতে যান। সকাল সাড়ে ১০ টার দিকে ফেরার পথে বাজারের উত্তর প্রান্তে ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুর বাড়ি সংলগ্ন দোকানের সামনে পৌছলে ওই গ্রামের কামরুজ্জামান সরদারের ছেলে তৌহিদুজ্জামান তোহিদ মোটর সাইকেল তার গাড়ির সামনে আড় করে দিয়ে গতিরোধ করেন। থামার সাথে সাথে এলোপাথাড়ী কিল, ঘুষি, লাথি মেরে মটর সাইকেল থেকে রাস্তার উপর ফেলে দেয়। বুকে ও পেটে একাধিকবার লাথি ও ঘুষি মেরে নীলাফোলা জখম, দু’হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করাকালে জ্ঞান হারিয়ে ফেললে পরোনের জামা কাপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে ও পকেটে থাকা মোটা অংকের টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে ভর্তি করে। ন্যাক্কারজনক এ ঘটনায় আশাশুনি থানায় প্রধান শিক্ষক কালিকিংকর হালদার বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। ওসি মু. মমিলুল ইসলাম পিপিএম’র নির্দেশে এসআই আবুল হোসেন শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন।