শনিবার ● ২৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » মিডিয়া » সাংবাদিকদের একই লেখা বিভিন্ন পত্রিকায় না দেয়ার পরামর্শ-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দীন
সাংবাদিকদের একই লেখা বিভিন্ন পত্রিকায় না দেয়ার পরামর্শ-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দীন
অরুণ দেবনাথ, ডুমুরিয়া প্রতিনিধি
বর্তমান অনলাইন চালু হওয়াতে একই লেখা বিভিন্ন পত্রিকায় দেখা যায়,এতে সাংবাদিক ও পত্রিকার মান ক্ষুন্ন হয়,জাতিসত্ত্বা বিনাশী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থি কোনো সংবাদ বা ভাষ্য প্রকাশ না করার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন,প্রধান অতিথি আপীল বিভাগ বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিন আহমেদ। শনিবার দিনব্যাপী উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, অনুসন্ধানী সাংবাদিকতার লক্ষণীয় বিষয় সমুহ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমূল হাসান খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতাই সাংবাদিকতা। আপনারা ফেসবুক বা অনলাইন ভিত্তিক সংবাদের কোনো গুরুত্ব দিবেন না। কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা ও আইনের ওপর দিক নির্দেশনা তুলে ধরেন, ডিবেট ফর ডিমোক্রেসির চেয়ারম্যান,হাসান আহমেদ চৌধুরী কিরণ। ওই সময় বক্তব্য দেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায়,কম্পিউটার অপারেটর মোঃ আরিফুর রহমান,এস,আই আকরাম হোসেন,ডুমুরিয়ার সাংবাদিক এম এ এরশাদ, জিএম আবদুস ছালাম ও এসএম জাহাঙ্গীর আলম।