শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ব্যাপকহারে দেখা দিয়েছে সেমিলুপার জাতীয় পোকা
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ব্যাপকহারে দেখা দিয়েছে সেমিলুপার জাতীয় পোকা
২১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় ব্যাপকহারে দেখা দিয়েছে সেমিলুপার জাতীয় পোকা


---
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ  সুন্দরবন বেষ্টিত উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার বি‌ভিন্ন এলাকার গেওয়া গা‌ছে ব‌্যাপক পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকা প্রতি‌দিন শত শত গেওয়া গা‌ছের পাতা খে‌য়ে ফেল‌ছে। রাস্তা দি‌য়ে চলাচ‌লের সময় গাছের পোকা মানু‌ষের শরী‌রে লে‌গে যা‌চ্ছে। এছাড়া বা‌ড়ির আঙ্গিনায় এমনকি ঘ‌রের ম‌ধ্যেও ঢুক‌ছে শত শত পোকা। আক্রমণ থে‌কে রক্ষা পে‌তে গেওয়া গাছ কে‌টে ফেলার হি‌ড়িক প‌ড়ে‌ছে। পোকার উৎপা‌তে এক‌দি‌কে ক্ষ‌তিগ্রস্থ হ‌চ্ছে প‌রিবেশবান্ধব গাছ, অন্যদিকে অতিষ্ঠ হ‌য়ে উঠে‌ছে জনজীবন।
স‌রেজ‌মিন উপ‌জেলার ৬নং কয়রা ও দেয়াড়া গ্রা‌মে দেখা যায়, শাকবা‌ড়ীয়া খা‌লের দুই পাড় দি‌য়ে ক‌য়েক হাজার গেওয়া গাছ র‌য়েছে। প্রায় সব গেওয়া গা‌ছে পোকার আক্রমণ ঘ‌টে‌ছে। কিছু কিছু গা‌ছের সম্পূর্ণ পাতা খে‌য়ে ফে‌লে‌ছে। পাতা না থাকায় গাছ মরে যা‌চ্ছে। হাজার হাজার পোকা গা‌ছে ঝু‌লে থাকায় দুই পা‌ড়ের রাস্তা দি‌য়ে মানুষ চলাচলের সময় শরী‌রে লেগে যা‌চ্ছে। মাকড়সার জালের মত এই পোকা ঝুলে থাকায় মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে ।পোকার ভ‌য়ে অধিকাংশ মানুষ রাতে-দিনে ছাতা ছাড়া বাইরে বের হতে পারছে না। তাছাড়া এই পোকার পায়খানার জন্য খালি পায়েও রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। যে কারণে রাস্তার পা‌শে কিংবা বা‌ড়ির আঙ্গিনা‌র গেওয়া গাছ নি‌র্বিকা‌রে কে‌টে ফেল‌ছে। কেউ কেউ আবার আগুন জ্বা‌লি‌য়ে পোকা ও গাছ পু‌ড়ি‌য়ে দি‌চ্ছে। এক একটা গা‌ছে শত শত জো‌ঁকের মতো দেখ‌তে কালো রঙের চিকন পোকা ঝুল‌ছে। 

শাকবাড়ীয়া বনটহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র সামাজিক বনায়নে নয় সুন্দরবন অভ্যন্তরের গেওয়া গাছেও এই পোকা ব্যাপকহারে দেখা দিয়েছে। কিন্তু গেওয়া গাছ ছাড়া অন্য কোন গাছে এই পোকার আক্রমণ দেখা যাচ্ছেনা।

এদিকে পোকায় আক্রা‌ন্তের খবর পেয়ে কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্ত‌রের ক‌য়েক‌টি টিম বি‌ভিন্ন এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন।

উপজেলার দেয়াড়া গ্রামের মোঃ মুজাহিদ মালি, মোঃ মোস্তাফিজুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ করে এক ধরনের কালো রঙের নরম পোকা গাছে লাগে। একদিনের মধ্যেই পোকায় গাছের পাতাগুলো খেয়ে সাদা করে ফেলছে এবং গাছগুলো শুকিয়ে মারা যাচ্ছে।

তারা আরও জানান, প্রতি‌দিন পোকার আকৃ‌তি বড় হ‌চ্ছে ও সংখ‌্যা ক‌য়েকগুণ বৃ‌দ্ধি পা‌চ্ছে। তা‌দের ঘ‌রের ম‌ধ্যেও পোকা ঢুকে যাচ্ছে। খুব সমস‌্যায় র‌য়ে‌ছেন তারা। বি‌শেষ ক‌রে শিশু‌দের নি‌য়ে আতং‌কে র‌য়ে‌ছে।

কয়রা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, এটি সেমিলুপার জাতীয় পোকা। বিষয়টি কৃষি বিভাগ অবগত হওয়ার প‌র তাৎক্ষ‌ণিক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারের নেতৃত্বে একা‌ধিক টিম বি‌ভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। এটি সামাজিক বনায়নের আওতাধীন গেওয়া বনজ বৃক্ষে দেখা যাচ্ছে। এটি ফসলের জন্য ক্ষতিকর নয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় জনগণকে সচেতন করে স্প্রে করার ব‌্যবস্থা নিচ্ছে।
ত‌বে কয়রা উপ‌জেলার সামা‌জিক বনায়‌নের দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর দত্ত ব‌লেন, পাইকগাছা ও কয়রা দুই উপ‌জেলার দা‌য়িত্ব পালন কর‌ছি। আমা‌দের জনবল নেই, স‌রেজ‌মিনে দে‌খে তারপ‌র করণীয় বল‌তে পার‌ব।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস বলেন, বিষয়টি আমি জেনেছি। কৃ‌ষি দপ্তর‌কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নি‌র্দেশনা দেওয়া হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত
উত্তরণ-এর উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত উত্তরণ-এর উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাগুরায় ফুটপাতে শীতের কাপড় কেনার ধুম বেড়েছে মাগুরায় ফুটপাতে শীতের কাপড় কেনার ধুম বেড়েছে
মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আশাশুনিতে লবনাক্ততা দুরীকরণে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত আশাশুনিতে লবনাক্ততা দুরীকরণে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
মাগুরা বাপুসের  নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা মাগুরা বাপুসের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায়  দক্ষ টিউবওয়েল মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় দক্ষ টিউবওয়েল মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন মাগুরায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মাগুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)