শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ন ১৪৩১

SW News24
রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » সাহিত্য » কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা
প্রথম পাতা » সাহিত্য » কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা
৪২১ বার পঠিত
রবিবার ● ২৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা

---

এম. আব্দুল করিম,কেশবপুর থেকে:

যশোরের কেশবপুরে কালজয়ী সাহিত্যিক মনোজ বসুর আজ (রবিবার) ২৫ জুলাই ১২০তম জন্মবার্ষিকী। তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাটা গ্রামে ১৯০১ সালের ২৫ জুলাই বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মনোজ-ধীরাজ একাডেমির উদ্যোগে অনলাইনে ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বসু পরিবারের বাড়িতে বাড়িতে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মনোজ বসু মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের সন্তান ছিলেন। তাঁর পিতার নাম রামলাল বসু ও মায়ের নাম বিধূমুখী বসু। সাহিত্যকীর্তির জন্য তিনি অনেক স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ১৯৬৬ সালে তিনি বিখ্যাত নিশিকুটুম্ব উপন্যাসটির জন্য ভারতের সাহিত্য সম্মাননা সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। এছাড়া দিল্লি¬ বিশ্ববিদ্যালয়ের নরসিংহ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পদক ও পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক মনোজ বসু ১৯৮৭ সালে ২৬ ডিসেম্বর ৮৬ বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন। মনোজ বসুর পরিবারের পঞ্চম বংশধর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু জানান, তাঁর দাদুর জন্মবার্ষিকী উপলক্ষে ডোঙ্গাঘাটার বসু পরিবারের প্রতিটি বাড়িতে আত্মর শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। তাঁর সাহিত্যের উপর ভার্চুয়াল আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)