

মঙ্গলবার ● ২ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় » দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে –সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ এমপি
দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে –সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ এমপি
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে এখন পদ্মা সেতুর কারনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরো ব্যাপক উন্নয়ন হবে। প্রতিমন্ত্রী মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, এস এম রেজাউল হক, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও কে এম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা নির্মল চন্দ্র অধিকারী, বিভুতি ভুষন সানা, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী কপিলমুনির বধ্যভুমি পরিদর্শন করেন।