

বৃহস্পতিবার ● ২৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » সুন্দরবন » কয়রার ছেঁড়া নদীতে হরিণ ধরার ফাঁদসহ নৌকা আটক
কয়রার ছেঁড়া নদীতে হরিণ ধরার ফাঁদসহ নৌকা আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ীর স্টাফরা অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা আটক করেছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছেঁড়া নদী এলাকা হতে এ সকল হরিণ ধরার ফাঁদ ও নৌকা আটক করে।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান বলেন, আটককৃত নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধারের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।