

বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে সাংবাদিক করিমের শ্বশুরের ইন্তেকাল
কেশবপুরে সাংবাদিক করিমের শ্বশুরের ইন্তেকাল
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম আব্দুল করিমের শ্বশুর আবুল হোসেন বিশ্বাস স্টোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)। তিনি ৫নং ওয়ার্ড, কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার মৃত কওসার আলী বিশ্বাসের ছেলে।
আবুল হোসেন বিশ্বাস গত মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানা গেছে, বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।