শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

SW News24
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ১২০০ মুরগি পুড়ে ছাই!
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ১২০০ মুরগি পুড়ে ছাই!
৪৫ বার পঠিত
সোমবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ১২০০ মুরগি পুড়ে ছাই!

ফরহাদ খান, নড়াইল ;---নড়াইলের নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে এক হাজার ২০০ মুরগি পুড়ে ছাই হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক রাজিব খান।


এদিকে রাজিবের বাবা আজম বলেন, রোববার রাত ৩টার দিকে কুকুর ডাকার শব্দে ঘুম ভেঙ্গে দেখতে পাই আমাদের পোল্টি মুরগির খামারে আগুন জ্বলছে। প্রতিবেশিদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। তার আগে সব পুড়ে গেছে। এ সময় ৩ থেকে ৪জনকে দৌঁড়ে পালিয়ে যায়। শক্রতাবশত কেউ আগুন দিতে পারে।

ভুক্তভোগী খামার মালিক রাজিব খান বলেন, আমি বড়দিয়া এলাকায় ভাড়া বাসায় থাকি। আগুন লাগার খবর পেয়ে বাড়িতে এসে দেখি সব মুরগি পুড়ে গেছে।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। আবার কেউ শত্রুতাবশত আগুন দিতে পারে। দু’টি বিষয় সামনে রেখে আমরা তদন্ত করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)