

বৃহস্পতিবার ● ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে ৪ দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন
আশাশুনিতে ৪ দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন
আশাশুনি : আশাশুনিতে ৪ দিন ব্যাপী ৫ম উপজেলা স্কাউট সমাবেশ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে বাংলাদেশ স্কাউটস আশাশুনি উপজেলার বাস্তবায়নে সমাবেশের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। সাধারণ সম্পাদক আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। প্রার্থনা সঙ্গীত পরিবেশন করে আশাশুনি সরকারি হাইস্কুলের ছাত্রী মায়িশা মৌমিতা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬০ জন স্কাউট ও ২০ জন ইউনিট লিডার সমাবেশে অংশ নিয়েছে। সমাবেশ সফল করতে সার্বিক দায়িত্ব পালন করছেন, প্রোগ্রাম চিপ হাফিজুর রহমান, ফিল্ড চিপ নীল কোমল মন্ডল, সাব ক্যাম্প চিপ দুলাল চন্দ্র সানা, মাজহারুল ইসলাম মুকুল, ডেপুটি সাব ক্যাম্প চিপ মোস্তাহিদুর রহমান ও আনিছুর রহমান দায়িত্ব পালন করছেন। ৪ দিনের সমাবেশ ৫ মার্চ শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে।