

রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও লোনাপানি কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা
পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও লোনাপানি কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য বিষয়ে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষনা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম। রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন,অধ্যাপক ড.মোঃ গোলাম সরোয়ার, প্রধান এফএম,আর,টি খুলনা বিশ্ববিদ্যালয়,পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। বাগদা, হরিনা,ভেনামি চিংড়ী, তেলাপিয়া কাঁকড়াসহ বিভিন্ন মাছের উপর আলোকপাত করেন, লোনা পানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম,বৈজ্ঞানিক কর্মকর্তা মতিউর রহমান, গোলাম মোস্তফা, আবু নাসের,সাওন আহম্মেদ, মতিউর রহমান ও হাসেমি সাকিব।স্থানীয় মৎস্য চাষী,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক এ কর্মশালায় অংশ নেন।