

সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ধলহরা এলাকায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় সড়ক দুর্ঘটনায় আরজ আলী (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। তিনি সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের ফনি শেকের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইসচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মাগুরা-নড়াইল সড়কের ধলহরা এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাগুরা থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছালে বাসের সামনের চাঁকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুইটি ভ্যান ও চলমান একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যান চালক আরজ আলীর মৃত্যু হয়। আহত হয় আরো ৫ জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বাসের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।