শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

SW News24
সোমবার ● ৮ জুলাই ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে জুয়েলার্স মালিকসহ ৬ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে জুয়েলার্স মালিকসহ ৬ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার
৬৬ বার পঠিত
সোমবার ● ৮ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে জুয়েলার্স মালিকসহ ৬ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

 

---
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্য ও দু’জন জুয়েলার্স মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান। ডাকাতরা দিনের বেলা ঝালমুড়ি, ভ্যানচালক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চালালেও রাতে ডাকাতি করে বেড়ায় বলে জানা গেছে। ডাকাতির ঘটনায় দেশি অস্ত্রসহ লুণ্ঠিত  ১১ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসী ফুকরা গ্রামের শাহেদ আলী মোল্যার ছেলে ভ্যানচালক আল আমিন (৩১), একই গ্রামের বালাম শেখের ছেলে ভ্যানচালক তারিকুল ইসলাম (৩২), খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের তারা হুইনার ছেলে ভ্যানচালক গোলাম রসুল (৩৪), একই গ্রামের লগিল মোল্যার ছেলে ঝালমুড়ি বিক্রেতা জাকির হোসেন মোল্যা (৩৮), তেরখাদার আটলিয়া গ্রামের দাউদ শিকদারের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক মাইম শিকদার (৩৫) এবং নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামের শশি ভৌমিকের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক অরুণ ভৌমিক (৫২)। এর মধ্যে জাকির মোল্যার নামে খুলনা ও বাগেরহাটে একটি ডাকাতি ও দু’টি চুরি মামলা এবং গোলাম রসুলের নামে খুলনা, গোপালগঞ্জ, যশোরে সাতটি ডাকাতি মামলা, একটি চুরি মামলা ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারস্থ কলেজ সড়কের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) এবং নড়াইলের বড়দিয়া বাজারস্থ মসজিদ গলির অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ সিকদারকেও (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মেহেদী হাসান আরো বলেন, গত ২ জুলাই রাত সাড়ে ১২ দিকে নড়াগাতী থানায় নগামারা গ্রামের লুৎফর রহমানের ছেলে মফিদুর রহমান চৌধুরীর বাড়িতে সাত থেকে আটজন ডাকাত প্রবেশদ্বারের তালাভেঙ্গে দেশি অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। গামছা এবং মাস্ক পরিহিত ডাকাতরা মফিজুরকে ওড়না দিনো বেঁধে জিম্মি করে রাখে। শোকেজে থাকা ৫১ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং ৩২ ইঞ্চি এলইডি টিভি লুট করে নিয়ে যায় তারা। এছাড়া মফিজুরের স্ত্রীর গলা, মেয়ের কানসহ বিভিন্ন বাক্সে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। তাদের পোশাকও লুটে নেয় ডাকাতদল।

এ ঘটনায় মফিকুর রহমান বাদী হয়ে গত রোববার (৭ জুলাই) নড়াগাতী থানায় ডাকাতি মামলা করেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশ, সিসিআইসি টিম এবং নড়াগাতী থানা পুলিশ ডাকাতদের ধরতে মাঠে নামেন। নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল খুলনার তেরখাদা এবং গোপালগঞ্জের কাশিয়ানী এবং সদর থানায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ছয়জন ডাকাতকে গ্রেফতার করে।

এদিকে, ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালার কাছ থেকে আট আনা গলিত সোনা এবং অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ সিকদারের কাছ থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং গলিত ১৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা জানায়, এ ঘটনায় আরো তিন থেকে চারজন জড়িত রয়েছে। তাদেরকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

এছাড়া, অন্য একটি ডাকাতির ঘটনায় নড়াইলের নড়াগাতী থানার চালনা গ্রামের গাউসুল আলম মোল্যার বাড়ি থেকে লুণ্ঠনকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দু’টি করে চেইন, চুড়ি, হার, ভাঙ্গা চুড়ি ও রুপার নুপুর এবং পাঁচ জোড়া কানের দুল ও চারটি আংটি রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান, ডিবির ওসি ছাব্বিরুল আলম, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ শাহ্ দারা খানসহ পুলিশ কর্মকর্তারা।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
নড়াইলে দলীয় কোন্দলে বিএনপির ৫ নেতাকর্মী আহত; দেশি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪ নড়াইলে দলীয় কোন্দলে বিএনপির ৫ নেতাকর্মী আহত; দেশি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪
পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছার দেলুটিতে অনুদান দেওয়ার নামে টাকা উত্তোলন করায় ৩ প্রতারক গ্রেফতার; থানায় মামলা পাইকগাছার দেলুটিতে অনুদান দেওয়ার নামে টাকা উত্তোলন করায় ৩ প্রতারক গ্রেফতার; থানায় মামলা
জাগরণী চক্র থেকে ঋণ নিল মহসিন রেজা আর জেল খাটলো মহসিন গাজী জাগরণী চক্র থেকে ঋণ নিল মহসিন রেজা আর জেল খাটলো মহসিন গাজী
মাগুরায় সংবাদ সম্মেলন; গডফাদারের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবি ভুক্তভোগীর মাগুরায় সংবাদ সম্মেলন; গডফাদারের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবি ভুক্তভোগীর
কয়রায় হরিণের মাংস সহ  আটক ১ কয়রায় হরিণের মাংস সহ আটক ১
নড়াইলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসীদের মানববন্ধন নড়াইলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসীদের মানববন্ধন
নড়াইলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, আহত ৫ নড়াইলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ, আহত ৫
নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)