শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

SW News24
সোমবার ● ২২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » পরিবেশ » তালায় প্রবল বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত,অপরিকল্পিত বেড়িবাধের কারনে জলাবদ্ধতা সৃষ্টি
প্রথম পাতা » পরিবেশ » তালায় প্রবল বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত,অপরিকল্পিত বেড়িবাধের কারনে জলাবদ্ধতা সৃষ্টি
৪৮২ বার পঠিত
সোমবার ● ২২ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালায় প্রবল বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত,অপরিকল্পিত বেড়িবাধের কারনে জলাবদ্ধতা সৃষ্টি

---

বাবলু রহমান তালা সাতক্ষীরা :- অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের নির্মান করে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় টানা বর্ষনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সাতক্ষীরা তালা উপজেলায়। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি, বাড়ির আঙিনায় ও বসতভিটায় পানি জমে থেকে এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত রোগ। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানির নিছে তলিয়ে থাকায় শিক্ষাব্যাবস্থা বিঘিœত হচ্ছে ব্যাপক ভাবে। তালাবাসির প্রানের দাবি তাদের “ত্রান নয় জরুরি ভিত্ততে পানি নিস্কাশন চাই” স্থানীয়রা জানান গত সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে এ অঞ্চলের শত শত হেক্টর মাছের ঘের, রোপা আমন ধান, শাক শবজি সহ বিভিন্ন প্রকার ফসল, কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে বসতভিটায় পানি উঠে যাওয়ায় ঘরবাড়ী ছেড়ে মানুষকে আশ্রয় নিতে হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এর মধ্য বেশি ক্ষতিগ্রস্থ তালা উপজেলায় জালালপুর ইউনিয়ন, তালা সদর, ইসলামকাটি, খলিলনগর, ও খেশরা ইউনিয়ানের ১৫টি গ্রাম, জালালপুর ইউনিয়ানের কানাইদিয়া রথখোলা কৃঞ্চকাটি, জেঠুয়া শ্রীমন্তকাটি, আপরদিকে তালা ইউনিয়ানে খানপুর, মুড়াখুলিয়া ও শাহপুর গ্রাম, ইসলামকাটি ইউনিয়ানে কাজিডাঙা ভবানিপুর, ঘোনা, খড়েরডাঙা নারানপুর এসব এলাকায় বসতবাড়িতে হাটু পানি কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি দেখা যায়। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পত ভাবে বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের করায় তাদের এলাকায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়েছে। জালালপুর ইউনিয়ানের চেয়ারম্যান মফিদুল হক লিটু জানান  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পুনঃখনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব তবে আগের তুলনায় পানি একটু কমতে শুরু করেছে। তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান শালতা নদী খননের মাধ্যমে এ জলাবদ্ধতা দূর করা সম্ভব। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন শলতা নদী খনন করা ছাড়াও  অবৈধ্য ঘেরের বাঁধ কেটে পানি নিস্কাসনের ব্যবস্থা করার। তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন জানান পানি নিস্কাশনের জন্য জনপ্রতিনিধিদেরকে নিয়ে কাজ শুরু করেছি খুব তাড়াতাড়ি পানি নিস্কাশন করা সম্ভব হবে বলে আশা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)