বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পাটকেলঘাটায় টমেটো চাষ করে সাফল্য পেয়েছে কৃষক হামিদুর রহমান
পাটকেলঘাটায় টমেটো চাষ করে সাফল্য পেয়েছে কৃষক হামিদুর রহমান
রিপন হোসাইন ,পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥॥
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কৃষকরা গ্রীস্মকালীন টমেটো চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে কৃষক হামিদুর রহমান (বাপ্পী) । এক ভাই ও তিন বোনের সংসারের হামিদুর রহমান এইচ এসসি পাস করে জমি চাষবাস করে । দারিদ্র ও অভাবের কারনে আর পড়াশুনো শেষ করতে পারিনি । এজন্য তিনি কৃষিকাজ শুরু করেন। বিভিন্ন ফসল চাষের পাশাপাশি তিনি জানতে পারেন যে শুধু শীতকালীন নয় গ্রৗস্মকালেও টমেটো চাষ করা সম্ভাব । এরপর তিনি খোঁজ খবর শুরু করে গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য বিখ্যাত যশোর জেলার বাঘার পাড়া উপজেলার কৃষকদের থেকে বারি হাইব্রিড টমেটো-চার এর বীজ সংগ্রহ করে চাষ শুরু করেন। কিন্তু নতুন ফসল ও গ্রীষ্ম কালীন টমেটো চাষ সম্পর্কে সঠিক ব্যাবস্থাপনা জানা না থাকায় খুব একটা লাভ করতে পারেনি। এর পর পাটকেলঘাটায় একটি বে সরকারী উন্নয়ন মূলক সংস্থা উন্নয়ন প্রচেষ্টার ঋন গ্রহন করে ১বিঘা ৩৩ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন টমেটো বারি হাইব্রিড জাতের টমেটো -৪, ও বারি হাইব্রিড টমেটো-৮ চাষের মাধ্যমে কৃষক হামিদুর রহমান অধিক লাভবান হয় বলে জানা যায়। ইতোমধ্যে তিনি টমেটো বিক্রয় করে তার সংসারের সচ্ছলতা ফিরে এসেছে। এই বিষয়ে কৃষক হামিদুর রহমানের সাথে কথা হলে তিনিএই প্রতিবেদককে বলেন, আগামী ১থেকে দু’ মাস পর্যন্ত টমেটো বাজারের বিক্রয় করতে পারবো বলে আশাবাদী। গ্রীষ্মকালীন টমেটো চাষের ব্যয়বহুল হলেও অধিক লাভবান হওয়া যায়। এই জন্য তিনি সংস্থার কৃষি কর্মকর্তার পরামর্শেসফলতা পেয়েছেন।