শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

SW News24
সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » সারাদেশে রাইড শেয়ার চালকদের কর্মবিরতির ডাক
প্রথম পাতা » সর্বশেষ » সারাদেশে রাইড শেয়ার চালকদের কর্মবিরতির ডাক
৩৫৩ বার পঠিত
সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে রাইড শেয়ার চালকদের কর্মবিরতির ডাক

এস ডব্লিউ নিউজ: সড়কে ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা বন্ধসহ ছয় দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।

সোমবার দুপুরে ডিআরডিইউ’র সাধারণ সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানান।

ডিআরডিইউএর সাধারণ সম্পাদক বলেন, ‘গাড়ি কোথাও ব্রেক করলেই ধরে ফেলে ট্রাফিক পুলিশ। সরকার আমাদের জায়গা নির্ধারণ করে দিক। তাহলে আমরা যত্রতত্র দাঁড়াবো না। আমাদের শহর অনুযায়ী যতটুকু জায়গা দেওয়া যায় ততটুকু দেওয়া হোক। যদি ১০টা স্পট দেওয়া হয়, আমরা সেই ১০টাতেই দাঁড়াব।’

বেলাল আহমেদ বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কয়েক দফা জানিয়েছি, কিন্তু কোনও প্রতিষ্ঠান আমাদের গ্রহণ করেনি। আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কোনও ভায়োলেন্সে বিশ্বাসী না।’

ট্রাফিক পুলিশের হাতে ‘হয়রানির শিকার’ হয়েছেন দাবি করে সোমবার সকালে বাড্ডা লিংক রোড এলাকায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম সোহেল নামে এক চালক। ওই ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালান বলে পুলিশের ভাষ্য। ট্রাফিক আইনে মামলা দেওয়ার পর তিনি ‘উত্তেজিত হয়ে’তিনি বাইকে আগুন ধরিয়ে দেন।

বিষয়টি নিয়ে ডিআরডিইউর সাধারণ সম্পাদক বলেন, ‘বাড্ডার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আত্মহুতী দিলে তাদের বিবেক নাড়া দেবে?’

রাইড শেয়ার চালকরা রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দাঁড়ালে যানজটের সৃষ্টি হয় বলে পুলিশের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিআরডিইউ এর সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, ‘আমরা কোনও মোড়ে দাঁড়াতে চাই না, আমরা কোথায় দাঁড়াবো, আমাদের নির্দিষ্ট করে বলে দেওয়া হোক। তাহলে সেখানেই দাঁড়াবো।

ডিআরডিইউয়ের দাবিগুলো হলো

১. অ্যাপস-নির্ভর শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিন, কর্ম ও সময়ের মূল্য দিন।

২. সব ধরনের রাইডে কমিশন ১০ শতাংশ নির্ধারণ করুন, মিথ্যা অজুহাতে কর্মহীন করা থেকে বিরত থাকুন।

৩. ঢাকা চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দিন।

৪. সব ধরনের পুলিশি হয়রানি বন্ধ করুন।

৫. এনলিস্টকৃত রাইড শেয়ারকারী যানবাহনগুলোকে গণপরিবহনের আওতায় অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স (এআইটি) মুক্ত রাখুন।

৬. গতবছর গ্রহণ করা সব এআইটি এনলিস্টকৃত যানবাহন মালিকদের ফিরিয়ে দিন।





সর্বশেষ এর আরও খবর

পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯ ২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
খুলনায় শ্রমিকদের মাঝে কোটি টাকা সহায়তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী খুলনায় শ্রমিকদের মাঝে কোটি টাকা সহায়তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী
চোখে কালো কাপড় বেঁধে একাই দাঁড়ালেন চবি শিক্ষক চোখে কালো কাপড় বেঁধে একাই দাঁড়ালেন চবি শিক্ষক
চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হরতাল পালিত চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হরতাল পালিত
২৩ অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন ২৩ অক্টোবর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
মোংলা বন্দরের পশুর নদীতে সার বোঝাই কার্গো জাহাজ ডুবি মোংলা বন্দরের পশুর নদীতে সার বোঝাই কার্গো জাহাজ ডুবি
অবশেষে মোংলা বন্দরে ঢুকেছে সেই দুই বিদেশী বাণিজ্যিক জাহাজ অবশেষে মোংলা বন্দরে ঢুকেছে সেই দুই বিদেশী বাণিজ্যিক জাহাজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)