শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় টিকা নিবন্ধনে ৬৫ শতাংশ মানুষের অর্থ খরচ হয়েছে : টিআইবি
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় টিকা নিবন্ধনে ৬৫ শতাংশ মানুষের অর্থ খরচ হয়েছে : টিআইবি
৩৩২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় টিকা নিবন্ধনে ৬৫ শতাংশ মানুষের অর্থ খরচ হয়েছে : টিআইবি

 এস ডব্লিউ; করোনা ---ভাইরাসের টিকার নিবন্ধন, কার্ড প্রিন্ট এবং টিকাকেন্দ্রে যাতায়াত করার জন্য খুলনার ৬৫ শতাংশ মানুষের অর্থ খরচ হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিকা কেন্দ্রে অপর্যাপ্ত বুথ ও কর্মীর স্বল্পতা, সামাজিক দূরত্ব না মানা, বসার অপর্যাপ্ত স্থান, দীর্ঘ সিরিয়াল এবং সিরিয়াল নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় টিকাগ্রহীতারা ভোগান্তিতেও পড়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টিআইবি পরিচালিত কমিউনিটি মনিটরিং প্রতিবেদনে খুলনায় করোনা টিকা প্রদানের ক্ষেত্রে এসব চিত্র উঠে এসেছে।

 বৃহস্পতিবার ২৪ মার্চ খুলনা নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে টিআইবির প্রতিবেদন উপস্থাপন করা হয়। মনিটরিং কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।ফিরোজ উদ্দীন জানান, গত ১২ থেকে ১৪ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে ওই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে টিআইবির সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক)। এ সময় ওই কেন্দ্রের ৭৫ জন বুথ ফেরত টিকা গ্রহীতার সাক্ষাৎকার নেয়া হয়। এছাড়া প্রান্তিক পর্যায়ে টিকার ব্যাপারে জানতে প্রান্তিক জনগোষ্ঠীর ১৫ জন প্রতিনিধির সাক্ষাৎকার নেয়া হয়েছে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, টিকা গ্রহণের ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুব কম ছিল। ৯৩.২ শতাংশ মানুষ টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতেন। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা ছিল ৮৬.৫ শতাংশ মানুষের। কোন কোম্পানির টিকা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে ৫৫.৮১ শতাংশ মানুষের ধারণা ছিল। তবে করোনার টিকা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী। দলিত, বেদে, মুচি, হরিজন সম্প্রদায়ের অর্ধেক মানুষ টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি বলেও টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়। টিআইবির ওই প্রতিবেদনে টিকা প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা ও সুশাসন নিশ্চিত করতে ১২ দফা সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মোঃ মনজুরুল মুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনজুরুল মুরশিদ বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্বেও করোনায় আক্রান্ত সব মানুষকে সাধ্যমতো সেবা দিতে চেষ্টা করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রমে ধারাবাহিকভাবে টিকা পাওয়ার পরিপ্রেক্ষিতে সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে সফলভাবে কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে। এরপরও টিআইবি যেসব সুপারিশ করেছে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কয়রায় ব্যাপকহারে দেখা দিয়েছে সেমিলুপার জাতীয় পোকা কয়রায় ব্যাপকহারে দেখা দিয়েছে সেমিলুপার জাতীয় পোকা
কয়রায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত কয়রায় নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
খুলনার কয়রার কাশিরাবাদ লঞ্চঘাটে পল্টুন না থাকায় জন দূর্ভোগ চরমে খুলনার কয়রার কাশিরাবাদ লঞ্চঘাটে পল্টুন না থাকায় জন দূর্ভোগ চরমে
নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ নড়াইলে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার লিটার পানি, ক্যাপ ও ছাতা বিতরণ
আশাশুনির ধাপুয়া নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতিতে জনদুর্ভোগ চরমে আশাশুনির ধাপুয়া নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতিতে জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় প্রতিবন্ধী মা-ছেলেকে নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন পাইকগাছায় প্রতিবন্ধী মা-ছেলেকে নিজস্ব অর্থায়নে ঘর তৈরি করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান তুহিন
খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর সড়কের বেহালদশা, চলাচলে জন দূর্ভোগ খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর সড়কের বেহালদশা, চলাচলে জন দূর্ভোগ
ঢাকার বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ঢাকার বংশালে হরিজন পল্লীর বাসিন্দাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মাগুরায় কাচাঁমরিচ ও পেঁয়াজের বাজার অস্থির; বিপাকে নিন্ম আয়ের মানুষ মাগুরায় কাচাঁমরিচ ও পেঁয়াজের বাজার অস্থির; বিপাকে নিন্ম আয়ের মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)