

শুক্রবার ● ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ফোন ভয়েস কলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা
পাইকগাছায় ফোন ভয়েস কলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা
পাইকগাছাপ্রতিনিধি; পাইকগাছায় উন্নয়নশীল দেশে সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রীদের স্বল্প খরচে ফোন ভয়েস কলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম উন্নয়ন শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ ফাউন্ডেশন ( জি.ডি.আর.আই ) এর উদ্যোগে উপজেলার চাঁদখালীর বিষ্ণুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জি.ডি.আর.আই-এর ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স এন্ড সাসটেইনেবলিটি এর পরিচালক ড. আসাদ ইসলাম। প্রধান বক্তা বলেন, বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির হার বেশী হলেও শিক্ষার্থীরা শিখছে অনেক কম বিশেষ করে করনার কারনে শিক্ষার মান আরও পিছিয়ে পড়েছে। এতে করে গ্রাম ও শহরের ছেলে-মেয়েদের শিক্ষার দূরত্ব আরো বেড়েছে। যার ফলে সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রীদের স্বল্প খরচে ফোন ভয়েস কলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করতে পারলে এসকল ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নতির সম্ভাবনা রয়েছে। আরো উপস্থিত ছিলেন এই গবেষণা কার্যক্রমের আওতাভূক্ত অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের এন জি ও, সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিগণ।