

রবিবার ● ৮ মে ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » শেখ হাসিনা’র সরকার নানা ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন–ঈদ পুনমিলনী সভায় এমপি বাবু
শেখ হাসিনা’র সরকার নানা ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন–ঈদ পুনমিলনী সভায় এমপি বাবু
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের ঈদ পুনমিলনী সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত পুনমিলনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা প্রধান অতিথি এমপির সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও দাবীর পরিপেক্ষিতে এমপি আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র সরকার বীর মুক্তিযোদ্ধাদের নানা ক্ষেত্রে সম্মানিত করে মর্যদার আসনে বসিয়েছেন। ধাপে-ধাপে মুক্তিযোদ্ধাদের মসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকা বৃদ্ধি করে সর্বশেষ তা মোবাইলের মাধ্যমে টাকা উত্তোলন,১৪ লক্ষ টাকা ব্যয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাসে ভবন বরাদ্দ ও তাদের সন্তানদের চাকুরী’র সুযোগ সৃষ্টি উজ্জ্বল দৃটান্ত হয়ে থাকবে। তিনি আরোও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তাই বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধারা এক ও অভিন্ন।
সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর সভাপতিত্বে পুনমিলনী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল)মোঃ সাইফুল ইসলাম,সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শাহরিয়ার হক,সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ওসি ( তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, পৌর প্যানেল চেয়ারম্যান মাহাবুবর রহমান রঞ্জু। ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, রনজিৎ সরকার, অবঃ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,আঃ সবুর, আঃ আজিজ সানা, আমজেদ গাজী মোকসেদ গাজী, আজিজ সরদার, মোহাম্মদ সানা, ফয়জুল্লাহ, দুরজান গাজী,আঃ গফুর, আঃ রাজ্জাক,এরফান আলীসহ ,ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা।