

বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছায় আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আনসার কমান্ডান্ট মোঃ সালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু , মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।স্বাগতবক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন। আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল এর উপস্হাপনায় বক্তব্য রাখেন ,ইউনিয়ন দলপতি নুর ইসলাম, ফয়সাল হোসেন, প্রভাষক বজলুর রহমান, আবু হানিফ,কৃষ্না চক্রবর্তী,রাজিয়া সুলতানা, প্রমূখ। প্রধান অতিথি আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় আবু হানিফ ও রাজিয়া সুলতানা ক্রেস্ট প্রদান এবং কর্মীদের মধ্যে সাইকেল,ছাতা সেলাই মেশিন বিতরণ করেন।