

বৃহস্পতিবার ● ১৬ জুন ২০২২
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাব’র উন্নয়ন কল্পে জেলা পরিষদের চেক হস্তান্তর
আশাশুনি প্রেসক্লাব’র উন্নয়ন কল্পে জেলা পরিষদের চেক হস্তান্তর
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের উন্নয়ন কল্পে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে চেক হস্তান্তর করলেন জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান। বৃহস্পতিবার সকালে আশাশুনি প্রেসক্লাব’র নিজস্ব কার্যালয়ে চেক হস্তান্তরপূর্ব মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব। প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ও চেক হস্তান্তর করেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মহিতুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস.এম হোসেনুজ্জামান হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, গোলাম মোস্তফা, ফয়জুল কবীর, জগদীশ চন্দ্র সানা, জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় শেষে জেলা পরিষদ কর্তৃক প্রেসক্লাবের উন্নয়ন কল্পে জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমান ও আব্দুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় বরাদ্দকৃত এক লক্ষ টাকার প্রথম কিস্তি ভ্যাট বাদে ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।