সোমবার ● ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প্যস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, প্রশাসন, পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠানসহ নানা শ্রেণীপেশার মানুষ। ১৫ আগস্ট সকাল ৯টায় স্বাধীনতা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানার ওসি জিয়াউর রহমানসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগটন পূষ্পমাল্য প্রদান করেন। পর ১ মিনিট নিরবতা পালন শেষে বিশাল র্যালী পাইকগাছা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বাীর্ষকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ও বিভিন্ন ইউনিয়ান আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।