

মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‘আপনার অধিকার আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলুন’ এ স্লোগানে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী, দুদকের উপসহকারী পরিচালক শেখর কুমার রায়, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান বি এম কামাল হোসেন, নলদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদসহ অনেকে।
বক্তারা বলেন, প্রত্যেকে নিজের কাজটি সঠিক ভাবে করলে জনহয়রানি কমবে, দুর্নীতিও কমবে। নিজেকে বদলালে বদলে যাবে সমাজ। বদলে যাবে দেশ। গড়তে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।