

বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়
নড়াগাতীতে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়
ফরহাদ খান, নড়াইল; নড়াইলের নড়াগাতী থানার মন্দির ভিত্তিক পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার সাদিরা খাতুন। নড়াগাতী থানা পুলিশের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া থানা চত্বরে গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন পুলিশ সুপার।
নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা।পুলিশ সুপার সাদিরা খাতুন বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।