

বুধবার ● ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় ইউপি চেয়ারম্যান আছের আলী বরখাস্ত
কয়রায় ইউপি চেয়ারম্যান আছের আলী বরখাস্ত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা: খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলী মোড়লকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১ নভেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণলয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান সাক্ষরিত পত্রে বলা হয়, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল কয়রা থানায় ২০১৩ সালে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামী। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত আমলে নেয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে কোনো চিঠিপত্র এখনো পাইনি।