

শনিবার ● ৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
পাইকগাছায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন, খুলনা ৬ (পাইকগাছা - কয়রা)’র সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, রাড়ুলী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ সভাপতি মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা ইউসিসিএ লিঃ সভাপতি মোঃ আব্দুল খালেক গাজী, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ। সমবায়ী ময়নুল ইসলাম ও পঞ্চানন সানা’র সঞ্চালনায় বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি- সম্পাদকদের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যুৎ ঘোষ, অমরেন্দ্র নাথ মন্ডল, জিএম শুকুরুজ্জামান, শেখ ফজলুর রহমান, বিজন রায়, অশোক কুমার ঘোষ, কামরুল ইসলাম গাইন, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, ভল্টন মন্ডল, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, বিষ্ণুপদ রায়, শিবপদ দাশসহ সমবায়ীবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।