

সোমবার ● ৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনির বাইনতলা হাইস্কুলে প্রশান্ত গাইন সভাপতি নির্বাচিত
আশাশুনির বাইনতলা হাইস্কুলে প্রশান্ত গাইন সভাপতি নির্বাচিত
আশাশুনি : আশাশুনির বাইনতলা রাইচরণ (আরসি) মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভাপতি নির্বাচনের নিমিত্তে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রসাদ কুমার মন্ডল শিক্ষক প্রতিনিধি পান্না লাল বৈদ্য, অরবিন্দু গাইন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সতী রানী, প্রতিষ্ঠাতা সদস্য চিত্তরঞ্জন মন্ডল, নির্বাচিত অভিভাবক সদস্য নেপাল চন্দ্র সানা, দীনেশ কুমার মন্ডল, হাসান মোল্যা, প্রসাদ মন্ডল, সংরক্ষিত মহিলা অভিভাক সদস্য রেখা ঢালী প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উত্থাপিত হলে দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করলে দু’জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচনে ৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করলে প্রশান্ত কুমার গাইন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী অমল কৃষ্ণ গাইন পেয়েছেন ৩ ভোট।