শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

SW News24
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থনীতি » খুলনায় মৌমাছি-মধু জাতীয় সম্মেলন অনুষ্ঠিত মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব -তালুকদার আব্দুল খালেক
প্রথম পাতা » অর্থনীতি » খুলনায় মৌমাছি-মধু জাতীয় সম্মেলন অনুষ্ঠিত মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব -তালুকদার আব্দুল খালেক
১০৭ বার পঠিত
শনিবার ● ১২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় মৌমাছি-মধু জাতীয় সম্মেলন অনুষ্ঠিত মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব -তালুকদার আব্দুল খালেক

মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট এর উদ্যোগে মৌমাছি-মধু ৩য় জাতীয় সম্মেলন শনিবার--- দুপুরে নগরীর খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব। খুলনা অঞ্চল সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এখানে মধুর প্রাপ্যতা বেশি। এ অঞ্চল থেকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিশে^র বিভিন্ন দেশে মানসম্মত মধু রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। বিএসটিআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মধুর আদর্শমান অর্জন সাপেক্ষে খুলনাকে মধু নগরী হিসেবে গড়ে তোলা যেতে পারে। মধুর বহুমাত্রিক গুণের কারণে ইসলাম ধর্মে মধু খাওয়াকে উৎসাহিত করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, শর্করা ছাড়াও মধুতে আছে কয়েক প্রকার এনজাইম যা প্রাণিকোষসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা পূরণ করতে সক্ষম। মধুতে ডায়াস্টেড ইনভারটেজ, স্যাকারেজ, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, লাইপেজের মতো এনজাইম থাকে। অন্য খাদ্যের তুলনায় মধু স্বাস্থ্যকর।

মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট বর্তমানে প্রায় ১৩ হাজার সদস্যের একটি পরিবার। জোটটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুলধারণা দূরীকরণ এবং গবেষক, চাষী, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরণের প্রদর্শনী, সভা, সেমিনার, মধু মেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি ফলপ্রসূ কার্যক্রমের আয়োজন করে আসছে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশীয় মধুর সঠিক বিপণন, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিতে প্রভাব বিস্তারে ভুমিকা পালন করছে।

মৌমাছি ও মধু জোটের সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক স্বপন, খুলনা বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মোঃ সেলিম রেজা, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আতাউর রহমান, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড প্রমুখ। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ব্যানার্জি বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের অধ্যাপক ড. প্রভাশ ব্যানার্জি।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার শতাধিক মৌচাষি, বণিক, গবেষক ও মৌয়ালরা অংশ গ্রহণ করে।





অর্থনীতি এর আরও খবর

খুলনায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি দেশে প্রথমবার কলাগাছের আঁশ থেকে দৃষ্টিনন্দন শাড়ি
মৎস্য খাতে ব্যপক সম্ভাবনা কেশবপুরের মাছ রপ্তানি হচ্ছে বিদেশে মৎস্য খাতে ব্যপক সম্ভাবনা কেশবপুরের মাছ রপ্তানি হচ্ছে বিদেশে
পাইকগাছায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজ তদারকি পাইকগাছায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মাণ কাজ তদারকি
পাইকগাছার চাঁদখালী বাজারে সোসাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন পাইকগাছার চাঁদখালী বাজারে সোসাল ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট এর উদ্বোধন
কয়রায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা কয়রায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা
দেশের মৎস্য সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে    -সিটি মেয়র দেশের মৎস্য সেক্টরে অনেক অগ্রগতি হয়েছে -সিটি মেয়র
পাইকগাছায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের এসসিএমএফপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন পাইকগাছায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের এসসিএমএফপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিপিপি’র মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে  -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিপিপি’র মাধ্যমে বিনিয়োগকে উৎসাহিত করা হয়েছে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)