

বুধবার ● ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রযুক্তি » পাইকগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় ৪৪তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
উপজেলা প্রসাশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, কপিলমুনি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি কলেজ, লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচারী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়।