বুধবার ● ২৩ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইনজীবী সমিতি’র প্রজেকশন মিটিং ও শোক বিবৃতি
পাইকগাছা আইনজীবী সমিতি’র প্রজেকশন মিটিং ও শোক বিবৃতি
২৭ নভেম্বর পাইকগাছা আইনজীবী সমিতি’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে সমিতির ২য় তলা ভবনে প্রধান নির্বাচন কমিশনারের আয়োজনে প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাড. অজিত কুমার মন্ডল এর পিতার মৃত্যুতে শোক বিবৃতি জানান আইনজীবী সমিতির সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোজাফ্ফর হাসান প্রজেকশন মিটিং এ সভাপতিত্ব করেন। সহকারী নির্বাচন কমিশনার এড. অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম এর সঞ্চালনায় সিনিয়র আইনজীবী, সকল প্রার্থী স্ব স্ব নির্বাচনী ইশতেহার তুলে ধরেন, বক্তৃতা এবং উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী গাজী আব্দুস সবুর ও কিশোরী মোহন মন্ডল, প্রার্থী এড. পঙ্কজ কুমার ধর, ভার্চুয়াল প্রশান্ত কুমার মন্ডল ও আব্দুর রাজ্জাক, সমীর কুমার বিশ্বাস, মোঃ আঃ মজিদ গাজী ও জিএম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী এ্যাড. শেখ তৈয়ব হোসেন, ঐক্য পরিষদের জিএম আককাছ আলি এবং এসএম মুজিবর রহমান, অরুন কুমার মন্ডল, সাইদুর রহমান মিঠু, শেখ আবুল কালাম আজাদ, মোঃ বেলাল উদ্দীন, মোঃ নজির আহম্মদ, ভবরঞ্জন বৈদ্য ও বিজয় কৃষ্ণ মন্ডল, রেহানা পারভীন। এছাড়া পরিমল সরকার, পীযুষ কান্তি সরকার, চিত্ত রঞ্জন সরকার, জিএম আব্দুস সাত্তার, প্রধীশ হালদার, সুকান্ত রায়, প্রশান্ত ঘোষ, সুকল্যাণ সানা, সুরেশ চন্দ্র রায়, মোঃ শফিকুল ইসলাম, কামরুল ইসলাম, নাদিরুজ্জামান, অনাদিকৃষ্ণ মন্ডল, শংকর ঢালী, উত্তম সানা, আমিনুল ইসলাম, সুকুমার দেবনাথ, শিবু প্রসাদ সরকার, শেখ আঃ কালাম আজাদ, বেলাল উদ্দীন, মোঃ মোহতাছিম বিল্লাহ, রাশনা শারমিন সহ বিজ্ঞ আইনজীবীগণ। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত পঙ্কজ কুমার মন্ডল - নূর প্যানেল, সম্মীলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত রাজ্জাক-আক্কাছ প্যানেল এবং বাম ঐক্যজোটের প্রশান্ত কুমার মন্ডল ভোটে অংশ নিচ্ছেন। প্রার্থীরা নির্বাচিত হলে তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কথা ব্যক্ত করেন। তারা ভোটারদের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ মোজাফ্ফর হাসান, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড. অবনী মোহন সানা ও শেখ বারিকুল ইসলাম। ২৭ নভেম্বর সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বলে সহকারী নির্বাচন কমিশনার
এড. অবনী মোহন সানা জানান। মোট ভোটার ৬৫ জন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থী এবং তাদের সমর্থক গণ ব্যস্ত সময় পার করছেন। তারা আদালত প্রাঙ্গণে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। দিচ্ছেন নানা উন্নয়ন মূলক প্রতিশ্রুতি। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও আর্শীবাদ কামনাপরাগ পাশাপাশি ভোটের আবেদন জানাচ্ছেন। নির্বাচনী প্রচারনা উপলক্ষে নবীন ও প্রবীণ আইনজীবীদের মধ্যে সম্পর্কের মেলবন্ধন আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।