শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এসকে হাসানের উপস্থাপনায় সভায় আলোচনা রাখেন সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও জিএম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, কোষাধ্যক্ষ মু. নূর আলম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান প্রমুখ। সভায় বর্তমান কমিটির আয়-ব্যয়ের হিসাব সম্পন্নপূর্বক কোষাধ্যক্ষ বরাবর হস্তান্তর করা হয়। কার্যনির্বাহী কমিটির সভা প্রতিমাসে এবং পরবর্তী সভা সাধারণ সভা হিসাবে আহবান করা হবে, প্রেসক্লাবের অন্তর্ভূক্ত সকল সদস্যদের আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বর্তমান কর্মরত পত্রিকার নাম উল্লেখ পূর্বক সভাপতি/সম্পাদক বরাবর আবেদন করা ও কর্মরত পত্রিকা নিয়মিত প্রেসক্লাবে পৌছানোর সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া একটি মিনি লাইব্রেরি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণে ৬ সদস্য বিশিষ্ট উপ-কমিটি তৈরী স্বল্প পরিসরে ক্রীড়ানুষ্ঠান ও পিকনিক করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।