শনিবার ● ৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
আশাশুনিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক
আশাশুনি আশাশুনিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল দিনভর আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন সংস্থার আয়োজনে, আলোকিত এবং মানবকেন্দ্রীক সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টা থেকে বিভিন্ন ইভেন্টে আশাশুনি সদর ইউনিয়নে উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমে অন্তর্ভূক্ত অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগীতায় আশাশুনি শেখ রাসেল ফুটবল একাদশ বনাম চাপড়া হিন্দোল যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, ইমরান হোসেন। প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স ও প্রভাষক জাহিদুল ইসলামের পরিচালনায় আশাশুনি ২-০ গোলে চাপড়াকে পরাজিত করে বিজয়ী হয়। ধারাভাষ্য ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস, এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, উন্নয়ন সংস্থার আশাশুনি শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, ইউপি সদস্য তারক মন্ডলসহ অতিথিবৃন্দ। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।