

রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » অপরাধ » চোখের চিকিৎসা করা হল না ! পাইকগাছার স্কুল শিক্ষক প্রীতিলতা দুর্ঘটনায় নিহত
চোখের চিকিৎসা করা হল না ! পাইকগাছার স্কুল শিক্ষক প্রীতিলতা দুর্ঘটনায় নিহত
চোখের চিকিৎসা নিতে গিয়ে হতভাগ্য স্কুল শিক্ষক প্রীতিলতা বিশ্বাস (৫৩) মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন। নিহত প্রীতিলতা পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপি’র দক্ষিন বাইনবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহতের পরিবার সুত্র জানায় ১২ ফেব্রুয়ারী রবিবার সকালে খুলনা থেকে প্রীতিলতা চোখের চিকিৎসার জন্য জামাইয়ের মোটরসাকেলে কুদির বটতলার উদ্যেশ্য রওনা দেয়। বেলা ৯ টার দিকে রুপসা সেতুতে উঠার আগের মোড়ে পৌছালে পিছন থেকে দ্রুতগামী একটি পরিবহন ধাক্কা দিলে চালক জামাতা ছিটকে পড়ে আহত হয় এবং পরিবহনের চাপায় পিষ্ট হয়ে শিক্ষক প্রীতিলতা নিহত হয়। সে বাইনবাড়ীয়ার তাপস কান্তি মন্ডলের স্ত্রী। সে ২ কন্যা সন্তানের জননী। বিদ্যালয় প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানান,বৃহস্পতিবার চোখ দেখানোর কথা বলে সহকারী শিক্ষক প্রীতিলতা ছুটি নিয়ে খুলনায় চলে যায। চোখের চিকিৎসা করতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে গ্রামে ফিরল।এদিকে সহকারী এ শিক্ষকের অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা নিহত প্রীতিলতার আত্মার শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন।