শনিবার ● ৬ মে ২০২৩
প্রথম পাতা » সুন্দরবন » করমজল ইন্টারপ্রিটেশন এণ্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধনে উপমন্ত্রী
করমজল ইন্টারপ্রিটেশন এণ্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধনে উপমন্ত্রী
মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা ; সুন্দরবনের করমজলে সুন্দরবনের সবচেয়ে বড় স্থাপনা ও একমাত্র তথ্যকেন্দ্র করমজল ইন্টারপ্রিটেশন এণ্ড ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়।
শনিবার (০৬ মে) সকালে বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্যকেন্দ্র উদ্বোধন করেন।
এসময় উপমন্ত্রীর সাথে খুলনা বন অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রানা দেব, করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও উপমন্ত্রী হাবিবুন নাহার করমজল নলবুনিয়া খালের উপর ঝুলন্ত ব্রীজ উদ্বোধন ও এবং কুমির প্রজনন বৃদ্ধির জন্য পুকুরে ৬ টি কুমির অবমুক্ত করেন।