

শনিবার ● ১৩ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ সোহরাব আলী সানার মতবিনিময়
কয়রায় সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ সোহরাব আলী সানার মতবিনিময়
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ কয়রা উপজেলায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডঃ সোহরাব আলী সানা।
১৩ মে দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ ছাড়া তিনি সংসদ সদস্য থাকাকালীন কয়রা-পাইকগাছার মানুষের কল্যাণে যে কাজগুলো করে গেছেন তা সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন। আগামী সংসদ নির্বাচনে তিনি সম্ভাব্য আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসাবে তৃণমুল নেতৃবৃন্দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নির্বাচনী কার্যক্রম চলমান রাখার কথা বলেন তিনি। এজন্য সাবেক এই সংসদ সদস্য সাংবাদিক সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন-অর রশিদের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম ইকরামুল হক, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, কৃষক লীগ নেতা এ্যাডঃ গোপাল চন্দ্র মন্ডল, মাওলানা মোয়াজ্জাস ছাত্রলীগ নেতা সানজিৎ, শাহিনূর রহমান শাহিন সহ প্রেসক্লাবের সাংবাদিবৃন্দ।