শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

SW News24
মঙ্গলবার ● ২৩ মে ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল
৩৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল

ফরহাদ খান, নড়াইল ; ---নড়াইল শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের গ্রামাঞ্চল এগারোখান। এখানে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন একজন আলোকিত মানুষ। যিনি মানুষ গড়ার কারিগর। এরই ধারাবাহিকতায় এবার অর্জন করেছেন নড়াইল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের খেতাব।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে গত ২০ মে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। নাম তার রবীন্দ্রনাথ মন্ডল। যিনি নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১১ সাল থেকে এখানে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

এর আগে গত ১৪ মে নড়াইল সদর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। এছাড়া ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। রবীন্দ্রনাথ মন্ডল ইংরেজিতে এম এ এবং এম এড করেছেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচন বা মূল্যায়নের ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে ১৩টি বিষয় বিবেচ্য হয়। রবীন্দ্রনাথ মন্ডল শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আনন্দিত এখানকার শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা।

নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী গুপ্ত, অনন্যা সিংহ, অর্পিতা, অনিকসহ অনেকে জানায়, তাদের প্রধান শিক্ষক জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অনেক আনন্দিত তারা। প্রধান শিক্ষক বিদ্যালয়ে ভালো পড়ালেখার পরিবেশ সৃষ্টির পাশাপাশি সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলেছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী বিদ্যালয় পুনঃসজ্জিত করেছেন। বির্তক প্রতিযোগিতা, বিজ্ঞান ও গণিত ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতাসহ সহশিক্ষা কার্যক্রম এখানে নিয়মিত হয়ে থাকে। গুণগত শিক্ষায় সৃজনশীল বিভিন্ন কর্মকান্ডে শিক্ষার্থীরা নিয়মিত এগিয়ে যাচ্ছে। স্কুল পরিচালনার পাশাপাশি প্রধান শিক্ষক মাঝে-মধ্যে ক্লাস নিয়ে থাকেন।  

বিদ্যালয়ের তরুণ ইংরেজি শিক্ষক লিটন বিশ্বাস বলেন, আমাদের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল স্যারের এ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। আমার মতো তরুণ শিক্ষকসহ সবার জন্য অনুপ্রেরণা। স্যারের হাত ধরে আমাদের বিদ্যালয়ে পড়ালেখার মান অনেক এগিয়েছে। জেলা শহর থেকে আমাদের বিদ্যালয়ের দুরত্ব ১৬ কিলোমিটার হলেও আইসিটিসহ অন্য বিষয়ে ছাত্রছাত্রীরা দক্ষতা অর্জন করেছে।

প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, শ্রেষ্ঠত্ব অর্জন করা যেমন আনন্দের, তেমনি সুনামের সঙ্গে শ্রেষ্ঠত্ব ধরে রাখাটাও বেশ চ্যালেঞ্জিং। আমি সবসময় চেষ্টা করি পড়ালেখার মান উন্নয়ন, ছাত্রছাত্রী, সহকর্মী, অভিভাবক ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, সততা ও সুনাম বজায় রাখা, প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী বিদ্যালয় সজ্জিতকরণ, গুণগত শিক্ষায় সৃজনশীল উদ্যোগ ও উত্তমচর্চা, প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন ও গুণগত পরিবর্তন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ভবিষ্যত পরিকল্পনা। এসএসসিতে প্রতিবছর অনেক শিক্ষার্থী এ প্লাসসহ শতভাগ সাফল্য অর্জন করে আসছে। এখানে বিজ্ঞানসহ সব বিভাগ চালু আছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। একটি চারতলা ভবন, দ্বিতলা ভবন ও দেওয়ালঘেরা টিনশেডের ঘর রয়েছে। এখানকার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও বাইসাইকেল ব্যবহার করে স্কুলে আসে।

এদিকে, বিদ্যালয় সুষ্ঠু-সুন্দর ভাবে পরিচালনার পাশাপাশি সন্তানদেরও ভালো ভাবে এগিয়ে নিচ্ছেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল। এরই ধারাবাহিতকায় তার বড় সন্তান তন্ময় মন্ডল সৌরভ পিএসসি, জেএসসি ও এসএসসিতে গোল্ডেন এ প্লাসসহ মেধা তালিকায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এরপর এইচএনসিতেও গোল্ডেন এ প্লাস অর্জন করে আইসিসিআর স্কলারশীপ পেয়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন। বর্তমানে ভারতের গান্ধীনগর আইআইটিতে এমটেকের মেধাবী শিক্ষার্থী।

মেয়ে বৈশাখী মন্ডল সুইটি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছে। তার সহধর্মিনী গৃহিণী এবং সৃজনশীল কাজের উৎসাহদাতা।

রবীন্দ্রনাথ মন্ডল আরো বলেন, নিজের ছেলে-মেয়েদের মতোই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেধাবী ও দক্ষ করে তুলতে চাই।

প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের শ্রেষ্ঠত্বের এই আলো ছড়িয়ে পড়ুক চারিদিকে। আলোকিত হোক নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বর। এমন প্রত্যাশা এখানকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)