

বুধবার ● ২৪ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আইসিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনিতে আইসিডিপি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে আইসিডিপি ঋষি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কারিতাসের আইসিডিপি ঋষি প্রকল্প, আশাশুনির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। ফাদার ফিলিপ মন্ডলের সভাপতিত্বে ও ধীমান রায়ের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মু. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস, এম ইনামুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সমবায় অফিসের সহকারী পরিদর্শক তানভীর হোসেন, প্রকল্পের পিআই প্রভাষ চন্দ্র বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী আনন্দ দাশ, আশাশুনি পূর্ব পাড়া মিলন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি হাজরা দাশ, পুরাতন বুড়িয়া উদয়ন সমিতির সম্পাদক মিসেস পূর্ণিমা মন্ডল, নতুন বুড়িয়া চলন্তিকা সমিতির সদস্য দীপক কুমার মন্ডল, সিডিও তৃষ্ণা মন্ডল ও বিষ্টি গাইন। কর্মশালায় কারিতাস খুলনা অঞ্চলের সহযোগীতায় উপকারভোগীরা আত্নকর্মসংস্থানের সযোগ, সাবলম্বি হওয়ার সযোগ করা সহ বিভিন্ন প্রকার সহযোগীর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উপকারভোরা কারিতাসের কার্যক্রম বৃদ্ধি করার জন্য অনুরোধ জানান।