রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
পাইকগাছায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পূষ্প্যমাল্য অর্পণ করার পর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান প্রদর্শন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরষ্কার প্রদান করা হয়।