রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস- ২০২৩ পালিত
কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস- ২০২৩ পালিত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ কয়রায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস - ২০২৩ পালিত হয়েছে। প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ মে বেলা ১১টায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এসএম আবু
বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কয়রা শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার রিয়াছাদ আলী, প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের দাকোপ-কয়রা
সাইট অফিসার মোঃ আলউদ্দিন, শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল, বন কর্মী হারুন অর রশিদ, সাংবাদিক ফরহাদ হোসেন, শিক্ষার্থী তামান্না আক্তার, জশোমন্ত মন্ডল প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিশেষ আকর্ষণ ছিলো স্থানীয় গাছের পাতা সংগ্রহ করে উক্ত গাছের বৈশিষ্ট্য ও গুনাগুণ উল্লেখ পূর্বক বই বাইণ্ডিং প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এণ্ড কলেজের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। আলোচনা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।