

মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা
আশাশুনিতে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা
আশাশুনি : আশাশুনিতে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় আশাশুনি থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম’র সভাপতিত্বে ও এসআই মিঠুন মন্ডলের পরিচালনায় সভায় আলোচনা রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর সাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, দিপঙ্কর কুমার সরকার দিপ, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, হাজী আবু দাউদ ঢালী, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও কৃষকলীগের সভাপতি এন.এম.বি রাশেদ সরোয়ার শেলী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম আল ফারুক, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, বীর মুক্তিযোদ্ধা দীনেশ কুমার মন্ডল, আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানা প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি থানা পুলিশ, উপজেলা ও ইউনিয়ন পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ প্রমুখ।