

রবিবার ● ২৫ জুন ২০২৩
প্রথম পাতা » প্রযুক্তি » পাইকগাছায় কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
পাইকগাছায় কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রইভইলএজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যআয়এ) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদে কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান এর সঞ্চালনায় বক্তৃতা করেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার হালদার, সিএ হাবিবুর রহমান, প্রশিক্ষক মোঃ তাইজুল ইসলাম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মাজহারুল ইসলাম। এসময়ে ৪০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।