

শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় বোরো প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত
পাইকগাছায় বোরো প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট-বীজ উদযাপন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাটি বোরো মাঠ চত্ত্বরে সরদার আনিছুর রহমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, মিন্টু রায়, কৃষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, সোবহান মোড়ল, মোহাম্মদ আলী গাজী, মোতালেব সরদার, আব্দুর রহিম সরদার, নাজমা খাতুন, বিউটি বেগম ও রাবেয়া বেগম। অনুষ্ঠিত মাঠ দিবসে চলতি মৌসুমে একর প্রতি ৬ মেট্রিক টন বোরো উৎপাদন হয় বলে উল্লেখ করা হয়।