

শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ফিরোজ আলম আর নেই
আশাশুনি সরকারি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ফিরোজ আলম আর নেই
আশাশুনি : আশাশুনি সরকারি কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক আল. ফিরোজ আলম আর নেই (ইন্না লিল্লাহে …. রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃতান্তে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
উপজেলার দক্ষিণ চাপড়ার মরহুম বেলায়েত আলী সরদারের পুত্র ফিরোজ আলম হজ্জ পালনকালে অসুস্থ্য হন। হজ্জব্রত শেষে বাড়ী ফিরে বেশী অসুস্থ্য হলে ঢাকা সমরিতা হসপিটালে ভর্তি হন। চিকিৎসা চলাকালে পাকস্থলি, হার্টসহ শরিরের বিভিন্ন স্থানে জটিল ও কঠিন রোগ নির্নয় করেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ-তে রাখা হয়। দীর্ঘ সময় যখন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯.১৫ মি. তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শুক্রবার বাদ জুম্মা চাপড়া সুফিয়া আহম্মেদ কওমি মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ঈমামতি করেন চাপড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মুফতি মাও. হাফেজ আলাউদ্দীন।
জানাযায় শরিক হন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আল. রুহুল আমিন, বক্ষব্যাধি চিকিৎসক মইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান এস, এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস, এম আহসান হাবিব, আশাশুনি সরকারি কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে চাকরিরত বন্ধুরা, মরহুমের আত্মীয়স্বজন ও পরিবারের ভাইরা সহ এলাকার মুসল্লিগণ।