শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » সামাজিক আদর্শ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নড়াইলে পাঠাগারের উদ্বোধন
সামাজিক আদর্শ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নড়াইলে পাঠাগারের উদ্বোধন
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে দ্বীনি কোরআন সমাজ কল্যাণ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শালবরাত গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রেজাউল করিম রাজা, সভাপতি শিমুল সরদার, সাধারণ সম্পাদক হৃদয় শেখ, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম অর্থ সম্পাদক জাহিদ মোল্যাসহ অনেকে।
‘দ্বীনি কোরআন সমাজকল্যাণ পাঠাগার’ সম্পর্কে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রেজাউল করিম রাজা বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-সমাজকে মাদকমুক্ত করা, ভালো চরিত্র গঠন, বড়দের সম্মান করা, নামাজ আদায় করা, অন্যায়ের পথ থেকে সবাইকে আলোর পথে আনা, ভ্রাতৃত্ব বন্ধন সৃদৃঢ় করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কাজ থেকে দুরে থাকা।
তিনি আরো বলেন, সমাজে এখন আদর্শবোধ, ভ্রাতৃত্ববোধ, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার মানসিকতা কম পরিলক্ষিত হয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যেতে চাই। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই পাঠাগারের সঙ্গে মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ আছেন।